বাউফলে ভিক্ষুকদের পূর্নবাসন প্রকল্প উদ্বোধন

সাইফুলইসলাম, বাউফল:
পটুয়াখালীর বাউফল উপজেলাপ্ রশাসন আয়োজনে আজ  মঙ্গলবার  সকালে ভিক্ষুকদের  পূর্ণবাসন কর্মসূচী উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী।  পটুয়াখালী জেলার নবাগত প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী বাউফল শুভাগমন উপলক্ষ্যে মতবিনিময়, ভিক্ষুকদের পুর্ণবাসন কর্মসূচী এবং কৃষক প্রনেদনা বিনামূল্য, সার বিজ ও ক্ষুদ্র  ঋণ বিতরন করেন।
উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেণ সমাজ  সেবা উপ-পরিচালক শিলা রানী দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  মোসাররফ  হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া এবং বাউফল  প্রেসক্লাব আহবায়ক হারুন অর রশীদ।
উপজেলা নির্বাহী অফিসার পিজুস  চন্দ্র  দে জানান, বাউফল উপজেলা ৫শত ২০ জন ভিক্ষুক রয়েছে।  তাদের পর্যায়ক্রমে পুর্নবাসন করা হবে।  বর্তমান ৯ জন কে ব্যবসার মাধ্যমে পূর্ণবাসন করা হচ্ছে ২৫শ কৃষককে সার বীজ বিতরন করা হচ্ছে এবং সাড়ে ৮ লক্ষ টাকা ঘূর্নায়মান ঋণ প্রদান করা হচ্ছে।